আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ভুগলেও উয়েফা ইউরোপা লিগে টানা চতুর্থ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঘরের মাঠে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠেছে রুবেন আমোরিমের দল।
ওল্ড ট্রাফোর্ডে রেঞ্জার্সের বিপক্ষে বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়েও প্রথমার্ধে গোল পায়নি ম্যানইউ। এই অর্ধে দলটির ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট হেডে জাল কাঁপান। কিন্তু লেনি ইয়োরো’র ফাউলে গোল বাতিল হয়ে যায়। ৫২ মিনিটে স্কটিশ ক্লাবটির আত্মঘাতি গোলে লিড পায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে উড়ে আসা বলের গতি বুঝতে না পেরে রেঞ্জার্সের গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড তা নিজেদের জালে জড়িয়ে দেন।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসার্স সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যানইউর ব্রুনো ফের্নান্দেস জয়সূচক গোল উপহার দেন।
৭ খেলায় চার জয় ও তিন ড্র’য়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে শেষ ষোলোতে সরাসরি খেলার দ্বারপ্রান্তে ম্যানইউ। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রেঞ্জার্স। ৩৬ দলের পয়েন্ট টেবিলে প্রত্যেকে আটটি করে ম্যাচ খেলার পর শীর্ষে থাকা আট দল সরাসরি উঠবে নকআউট পর্বে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দলকে দুই লেগের প্লে-অফ খেলে জায়গা পেতে হবে শেষ ষোলোতে।
Leave a Reply