আনলিমিটেড নিউজ ডেস্কঃ সলসবুর্গকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের লক্ষ্যভেদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ৫-১ ব্যবধানে।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে পাল্টা আক্রমণে রিয়াল রক্ষণে ভীতি ছড়াতে থাকে সলসবুর্গ। তবে ২৩ মিনিটে প্রথম গোল পায় মাদ্রিদ জায়ান্টরা। ভিনিসিউসের লম্বা ক্রস থেকে বল জালে জড়ান রদ্রিগো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ৩৪ মিনিটে জুড বেলিংহামের পাস পেয়ে ব্যবধান বাড়ান।
৪৮ মিনিটে সলসবুর্গের গোলরক্ষক ইয়ানিস ও ডিফেন্ডার তের্জিচের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এমবাপ্পে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ৫৫ মিনিটে স্কোরলাইনে নাম লেখান ভিনিসিউস। লুকা মদ্রিসের পাস ধরে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে দু’জনের বাধা এড়িয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৭ মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাস ধরে দারুণ প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস। ৮৫ মিনিটে সলসবুর্গ একটি গোল শোধ দেয়। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক লাফে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে রিয়াল।
Leave a Reply