• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

বাণিজ্যমেলা শুরু জানুয়ারির তৃতীয় সপ্তাহে

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এটি। এরই মধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন বছরের প্রথমদিনে মেলা শুরুর কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে মেলা ১ জানুয়ারি করা যাচ্ছে না। জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অন্য বছরের তুলনায় এবার মেলার পরিসরও বাড়ানো হয়েছে।

গত বছর প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। নতুন বছরে যার মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে সাধারণ স্টল ভাড়া বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। আগের বছর যা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা ধার্য করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ