• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

অবশেষে ইউনাইটেডের মালিকানা বুঝে পেলেন র‌্যাটক্লিফ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ঐতিহাসিক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানার অংশ হলেন স্যার জিম র‍্যাটক্লিফ। ওল্ড ট্রাফোর্ডের দলটির মালিকানার ২৫ শতাংশ কিনে নিয়েছেন এই ব্রিটিশ ধনকুবের।

নিজেদের ওয়েবসাইটে এই খবর জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জানা গেছে, ২৫ শতাংশ শেয়ার কিনে নিতে র‌্যাটক্লিফের খরচ হয়েছে ১২৫ কোটি পাউন্ড।

ইউনাইটেডর শেয়ার কিনে বিবৃতিতে র‍্যাটক্লিফ বলেন, ‌‘আমরা লম্বা সময়ের জন্য এখানে এসেছি। আমরা কঠোর পরিশ্রম করে আগামীর চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত হবো। ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করব।’

র‍্যাটক্লিফ অবশ্য রেড ডেভিলসদের পুরো শেয়ারই কিনতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান মালিক গ্লেজার পরিবার বিশাল দাম হাঁকায় তিনি সরে আসেন। তবে দেনদরবারের পর একটা অংশ কিনলেন ৭১ বছর বয়সী এ ধনকুবের।

এছাড়াও চুক্তির অংশ হিসেবে আগামীতে ওল্ড ট্রাফোর্ডে ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড বিনিয়োগ করবেন তিনি। এর ফলে ক্লাবটির পরিচালনার ভার থাকবে তার প্রতিষ্ঠান ইনেওস গ্রুপের হাতে।

এর আগে ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ইউনাইটেডের মালিকানা কিনেছিল যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। বছরখানেক আগে মালিকানা বিক্রির চিন্তা করে তারা, এবার কিছুটা অংশ বিক্রি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ