• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার আবু সিদ্দিকের ছেলে নিজাম উদ্দিন ও হাতিয়ার রেহানিয়া গ্রামের আলী আজম আমিরুল ইসলাম।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরণী ইউপির বয়ারচর গ্রামের ঈশিতা হোটেল থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল উপজেলার হরণী ইউপির ঈশিতা হোটেলের ৪র্থ তলার ১২৮ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিন ও আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০ ইয়াবা।

জেলা ডিবি পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ