আনলিমিটেড নিউজঃ ময়মনসিংহে ছোট ভাইয়ের হাতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার নূর হোসেনের ছেলে।
জানা যায়, নিহতের ছোট ভাই ফারুক হোসেন বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রফিকুলকে কিলঘুষি মারা শুরু করেন। এ সময় রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জমি নিয়েও রফিকুলের সঙ্গে তার ভাইদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। নিহতের নাকের বাম পাশে কাটা জখম দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply