• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

নির্বাচন বানচাল করতে চাইলে কঠোরভাবে দমন: র‌্যাব ডিজি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করার, সবই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। কেউ নির্বাচন বানচাল করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় র‌্যাব-১৪ এর কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

র‌্যাবের ডিজি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, এর কোনো বিকল্প নেই। মনোনয়নপত্র দাখিল এবং যাচাই-বাছাই হয়েছে, এখন প্রচারণা শুরু হয়েছে। আমাদের দায়িত্ব, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, বিগত ২৮ অক্টোবরের পর থেকে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। বাসে আগুন, রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলা, ট্রেনে আগুন দেওয়া এবং রেললাইন কেটে ফেলা হচ্ছে। র‌্যাব সাদা পোশাকে এসব কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পোশাক পরেও কাজ করছে।

র‌্যাবের ডিজি বলেন, মঙ্গলবার সকালে ট্রেনে নাশকতায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাব কাজ করছে। এ দেশে নাশকতা করে কেউ পার পাবে না। আজ অথবা কাল, তারা আইনের হাতে ধরা পড়বে।

এর আগে, র‌্যাব-১৪ কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল কেক কেটে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে র‌্যাব ডিজি মধ্যাহ্নভোজে অংশ নেন।

এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ