আনলিমিটেড নিউজঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন অনেক পাকিস্তানি আত্মতুষ্টিতে ভুগেছিল। তারা বলেছিল, বাঙালি ভাগ হয়ে যাওয়ায় তাদের ভালো হয়েছে। সেই পাকিস্তানই এখন বাংলাদেশ হতে চায়। আজ পাকিস্তানিরা আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার সার্থকতা।
মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পথসভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আজ নির্বাচনমুখী। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এটি নির্বাচন বর্জনকারী ও প্রতিহতকারীদের মুখে চপেটাঘাত। দেশের জনগণ আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ আজ বদলে গেছে। ১৫ বছর আগে উত্তর রাঙ্গুনিয়ার শেষ প্রান্ত থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষ প্রান্তে যেতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যেত। সড়কগুলোর এমন করুণ অবস্থা ছিল যে মানুষের কোমর ব্যথা হয়ে যেত। বর্তমানে রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সর্বোচ্চ এক ঘণ্টায় পৌঁছানো যায়।
ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে গ্রামের ছেলে আর শহরের ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই। বরং গ্রামের ছেলেগুলো আরও বেশি স্মার্ট। গ্রামে বাড়িতে বাড়িতে টেলিভিশন-ফ্রিজ ও ইন্টারনেটের লাইন, এগুলো আগে ছিল না। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। ৭ জানুয়ারি মা-বোন, বউ-বাচ্চা ও নাতি-নাতনিদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, মো. ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
Leave a Reply