আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে দেন। সিলেটবাসীকেও অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।
মঙ্গলবার আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি
জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট থেকেই আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বুধবার সিলেটে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভা সফল করতে সিলেটবাসী প্রতিবারের মতো সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এ জনসভার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর প্রতি সিলেটবাসীর ভালোবাসা প্রমাণিত হবে। প্রতিবারের মতো এবারও সিলেটের সবগুলো আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে সিলেটবাসী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
Leave a Reply