• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

আগুন সন্ত্রাসে মানুষ হত‌্যাকারীদের ক্ষমা নেই: ওবায়দুল কা‌দের

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আগুন সন্ত্রাস ক‌রে যারা মানুষ হত‌্যা করে তা‌দের কোনো ক্ষমা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাম‌নে বিজয় র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা ব‌লেন তি‌নি।

বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহতের বিষয়ে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অগ্নিসংযোগে চারটি প্রাণ ঝড়ে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।

তি‌নি বলেন, বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে।

ওবায়দুল কাদের আরো বলেন, ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। তাদের নেতা নেই নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে। বিএন‌পি‌তো নেতা শূন‌্য। ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে।

ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগের এ শীর্ষনেতা বলেন, যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ