• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

চিন্ময় গ্রেপ্তার, বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি বিজেপি নেতার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
চিন্ময় গ্রেপ্তার, বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি বিজেপি নেতার
চিন্ময় গ্রেপ্তার, বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি বিজেপি নেতার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইসকনের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন।

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হয়। সে সময় চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

সেই প্রশ্ন এড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিতে আজ কি হয়েছে সে বিষয়ে আমরা চিন্তিত নই। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সবাই সে বিষয়ে চিন্তিত।’

তিনি বলেন, ‘আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবি করছি। তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করব। ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেবো না।’

এর আগে সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর বিরুদ্ধে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ফিরোজ খান নামে বিএনপির এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ