• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কাওরান বাজার এলাকায় উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
কাওরান বাজার এলাকায় উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া
কাওরান বাজার এলাকায় উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কাওরান বাজার এলাকায় দৈনিক প্রথম আলোর সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

একজন সংবাদকর্মী জানান, কাওরান বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে আজ দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ