• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

চরফ্যাশনে ইয়াবাসহ ৩ যুবক আটক

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ভোলার চরফ্যাশন উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ। এর আগে, শনিবার রাতে উপজেলার দুলারহাট থানা পুলিশ চর তোফাজ্জল এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভোলা সদরের উকিল পাড়ার বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে তালহা হাওলাদার, গাজীপুর রোডের বাসিন্দা মো. সিরাজের ছেলে মেহেদি হাসান ও মেহেন্দিগঞ্জের খারকি এলাকার মো. নাসিরের ছেলে মিন্টু বেপারী।

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। এছাড়া তাদের বহন করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ