• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

বগুড়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ উত্তরবঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। শীতের কারণে গরিব, অসহায় মানুষ রাত্রী যাপনে কষ্ট পাচ্ছে। শীত নিবারণে এসব শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বগুড়ার সোনাতলা উপজেলায় জছিরন নেছা ফাউন্ডেশন ।

রোববার উপজেলার চরপাড়া গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জছিরন নেছা ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মনোয়ারা সুলতানা।

ডা. মনোয়ারা সুলতানা বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া ও গরিব মানুষদের জন্য কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারো আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আশা করি আল্লাহ যতদিন তৌফিক দেয় এ কার্যক্রম চলমান রাখবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদ ইসলাম রঙ্গীন, সদস্য শফিকুল আলম, নূরে আলম, মোস্তফা মোহাম্মদ আলমগীরসহ আরো অনেকে। শীতবস্ত্র বিতরণ শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।

২০১৭ সালে মুহাম্মদ সেকেন্দার হোসেন সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় নানারকম সামাজিক কার্যক্রম চলমান রেখেছে। এরইমধ্যে এলাকায় তাল চাড়াসহ প্রায় পাচঁশ গাছের চারা রোপণ করেছে। এছাড়াও গৃহহীনদের ৪টি বাড়ি, ১৮টি নলকূপ ও একটি মসজিদ নির্মাণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ