আনলিমিটেড খেলা ডেস্কঃ দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলন। আজ থেকে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট সিরিজ সামনে রেখে পুরোদমে স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল। তবে, ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তার কথা ভেবে অনুশীলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।
চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ মাসের বিরতির পর এ সফর দিয়ে চলতি মাসেই আবার টেস্টে ফিরতে যাচ্ছে টাইগাররা। পাকিস্তানে দুটিসহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট ৮টি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
তার আগে বাংলাদেশ এ দলকে পাকিস্তান পাঠাবে বিসিবি। ৬ আগস্ট দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ এ দল।
পাকিস্তান সফর সামনে রেখে শনিবার অনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে বাংলাদেশের ক্রিকেটাররা। এরই অংশ হিসেবে মিরপুরের ইনডোরে হয় ফিটনেস পরীক্ষা। উপস্থিত ছিলেন ১৪ জন ক্রিকেটার। বৃষ্টির কারণে হয়েছে শুধুমাত্র স্ট্রেংথ পরীক্ষা।
হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেসহ সকল কোচিং স্টাফদের অধীনে পুরো দস্তুর স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল আজ রোববার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেস্ট দলের ক্রিকেটারদের স্কিল ট্রেনিংয়ের সময় ঠিক করা ছিল। তবে দেশের চলমান পরিস্থিতিতে আজকের অনুশীলন বাতিল করে বিসিবি।
স্কিল ট্রেনিংয়ের পর হবে ব্যাটে বলের অনুশীলন। এর মাঝেই পাকিস্তান সফরের দল ঘোষণা করবে বিসিবি।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজ। এর আগে জাতীয় দল সেখানে পৌঁছাবে ১৭ আগস্ট।
Leave a Reply