আনলিমিটেড নিউজঃ কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে তারই চাচা সবুজ মিয়া (৪৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ মিয়া একই এলাকার মধুর বাপের ছেলে। হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হন। এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
Leave a Reply