আনলিমিটেড নিউজঃ রেলের টিকিট কালোবাজারি চক্রকে হুঁশিয়ারি দিয়ে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, আমরা যদি একজন দালালকেও পাই, যার কারণে রেলের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
ঈদুল ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকেট কালোবাজারি প্রতিরোধসহ র্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা পর্যবেক্ষণ এবং গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
খন্দকার আল মঈন বলেন, যাত্রীদের প্রতি অনুরোধ নিয়মতান্ত্রিক ট্রেনে চলাচল করুন। জীবনের ঝুঁকি নেবেন না।
Leave a Reply