আনলিমিটেড নিউজঃ সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের রাস্তা পাড় হবার সময় ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমরার (১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা-রাজশাহী মহাসড়কের পুরাতন মাছের আড়ৎ-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, রাস্তা পাড় হবার সময় ফরিদুল ইসলামকে পেছন থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply