বিল্লাল হোসেন:: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির সাড়ে ৫০০ বাস যাত্রীসেবায় নিয়োজিত করা হবে। গেল বছর ঈদ স্পেশাল সার্ভিসের আওতায় ৫০০ বাস যাত্রীসেবায় নিয়োজিত ছিলো। এবারে আরও ৫০টি বাড়িয়ে সাড়ে ৫০০ করা হলো।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) স্বাধীনতার পর থেকে এদেশের যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে। স্বাধীন বাংলাদেশে মানুষের যাতায়ত সুবিধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
সেই থেকে নিয়ম করে যাত্রীসেবায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অনুকরণীয় দৃষ্ট্রান্ত স্থাপন করেছে। নানা প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে দিন দিন যাত্রীসেবা বিস্তৃত করে চলেছে বিআরটিসি। এবারের ঈদে দেশজুড়ে বিআরটিসির যাত্রীসেবায় সংস্থার কর্মীরা নিয়োজিত থাকবে।
সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, যাত্রী পরিবহনে ৫৫০টি বাস থাকবে। এরমধ্যে রাজধানী ঢাকায় চলবে ৫০টি বাস। দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দিবে।
তিনি বলেন, এরই মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ঢাকা শহরে ৬০০ বাস রয়েছে। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। দূরপাল্লার বাসগুলোও নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অন রুটে ছিলো।
Leave a Reply