আনলিমিটেড নিউজঃ পেশাগত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সদস্যদের সম্মানার্থে ইফতার মাহফিল ও সাংবাদিক সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এ আয়োজন। ইফতারপরবর্তী সদ্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ি হওয়ায় সংগঠনের সহ-সভাপতি নাসরিন গীতিকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি নাসরীন গীতি, যুগ্ম সম্পাদক জ,ই বুলবুল, সিনিয়র সদস্য শাহনাজ পলি।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল হক, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রিপন, আইন বিষয়ক সম্পাদক এড. রাফিজা বিনতে দুররানী, সালমা আফরোজ, নূরে আলম জীবন, জয় সুমন, রুবেল প্রমুখ।
Leave a Reply