আনলিমিটেড নিউজঃ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে এবার ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে লঙ্কানরা। দলে বড় চমক, অবসর ভেঙে টেস্টে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে গত বছর টেস্ট থেকে অবসরে যান হাসারাঙ্গা। ৪ টেস্টেই থেমে গিয়েছিল ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ার। হুট করে তিনি আবার ফিরলেন লাল বলের টেস্টে।
শেষবার টেস্টে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন হাসারাঙ্গা। পাল্লেকেলেতে ২০২১ সালে তিনি সেই টেস্টটি খেলেছেন। আবার বাংলাদেশকে দিয়েই সাদা পোশাকে প্রত্যাবর্তন করছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।
Leave a Reply