1. admin@unlimitednews24.com : Un24admin :
যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬
October 4, 2024, 4:52 am

যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬

  • Update Time : Tuesday, March 12, 2024
  • 92
যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬
যানবাহনে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেপ্তার ৬

আনলিমিটেড নিউজঃ নাটোরের সিংড়া থেকে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে চাঁদা আদায়ের সময় ৬ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা পর্যন্ত সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। চাঁদাবাজি করাকালীন সময় টাকাসহ ৬ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন আরিফুল ইসলাম, মোঃ হাফিজ, মনসুর রহমান, জামাল উদ্দিন, বকুল খান, নজরুল ইসলাম ও মোঃ কুদরত।

পরে তাদের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
© All rights reserved © 2023 unlimitednews24
Web Design By Best Web BD