আনলিমিটেড নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালাচ্ছিলেন ১১ মামলার পরোয়ানাভুক্ত আসামি জাহিদুর রহমান ওরফে রুবেল। কিন্তু শেষ মুহূর্তে তার পালানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। বিমানবন্দর থেকেই গ্রেফতার করেছে তাকে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। এর আগে, শুক্রবার ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেলের বাড়ি ফেনী সদর উপজেলার ধৌন সাহাদ্দার এলাকায়। পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় থাকতেন তিনি।
ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, রুবেল মূলত আমেরিকাতেই থাকেন। তার পরিবার থাকে খুলশী এলাকায়। রুবেলের বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানোর প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণাসহ মোট ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরো বলেন, চলতি বছরের জানুয়ারিতে দেশে আসলেও গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন রুবেল। শুক্রবার গোপনে দেশ ছাড়তে চেয়েছিলেন। ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার আদালতে পাঠানো হয়।
Leave a Reply