আনলিমিটেড নিউজঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার প্রশাসক মো. এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। আরো উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা প্রমুখ। এ সময় ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে ধান কাটার তিনটি রিপার মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply