আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বিভিন্ন কর্মসূচি পালনের নামে মানুষকে পুড়িয়ে মারে। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়েনের উত্তর আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমর্থকদের নিয়ে উঠান সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি অপশক্তির দল। ওরা নির্বাচন করে না। নির্বাচনকে বানচাল করতে গিয়ে ট্রেনে আগুন দিয়ে নিরীহ নিরপরাধ মানুষ মারে। রাস্তাঘাটে সন্ত্রাস করে বেড়ায়। কিন্তু নির্বাচন বানচাল করার মতো ওদের সে ক্ষমতা নেই। এই দলটার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন।
তিনি বলেন,বিএনপি কোনো রাজনৈতিক দল না। একটা রাজনৈতিক দল কখনোই মানুষকে মারতে পারে না। বিএনপি এখন রাজনৈতিক কর্মসূচি পালনের নামে অগ্নিসংযোগ করে মানুষ মারে। কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়ে ৪ জনকে হত্যা করেছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ বিএনপির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। ৭ জানুয়ারি ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।
এ সময় তিনি আরো বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে। সেই লক্ষ্য নিয়েই নিরলস পরিশ্রম করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তোফায়েল আহমেদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিও নৌকার প্রার্থী। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে নির্ভয়ে নৌকা মার্কায় ভোট দেবেন।
আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহম্মেদ এর সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস প্রমুখ।
Leave a Reply