আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি হলো ভুয়া। তাদের অবরোধ, হরতাল এবং তাদের সন্ত্রাস সব ভুয়া। তারা লাল কার্ড পেয়ে গেছে, এবার খেলা হবে।’
বুধবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আচ্ছা বলুন তো, বিএনপি এখন কোথায়? কোথায় আছে? পালিয়ে গেছে। ওরা না বলেছিল, ডিসেম্বর মাসে খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা পালাবে! ২৭ অক্টোবর আবার বলেছিল, আর মাত্র কয়েকঘণ্টা পর শেখ হাসিনা তার সঙ্গী-সাথী নিয়ে পালিয়ে যাবে, মির্জা ফখরুলের বক্তৃতা। ফখরুল সাহেব এখন কোথায়? আমির খসরুও বলেছে, পালাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা এখন বোনকে নিয়ে জনসভায় এসেছেন, সহযোদ্ধা (শেখ রেহানা)। পঁচাত্তরের পর শেখ হাসিনার একমাত্র সহযোদ্ধা হলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘সিলেটের মানুষ বড়ই ভাগ্যবান। ছয় লেনের রাস্তা হয়ে যাচ্ছে। যেদিকে তাকাই রাস্তাঘাট, স্কুল-কলেজ, উন্নয়ন। কোনো অন্ধকার নেই, শতভাগ বিদ্যুৎ।’
Leave a Reply