আনলিমিটেড নিউজঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশের যুবারা। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে জুনিয়র টাইগাররা। ছোটদের এশিয়া কাপে ইতিহাস গড়ায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরো বেশি অনুপ্রাণিত করবে।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জয় ১৯৫ রানে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানের বেশি করতে পারেননি ওপেনার জিসান আলম। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন শিবলি ও রিজওয়ান। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ১২৫ রান।
শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করেন তিনি। বাংলাদেশও তাতে পায় ২৮২ রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
Leave a Reply