আনলিমিটেড নিউজঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা শহিদুল ইসলাম নামে এক যাত্রীর থেকে ৭টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক শহিদুলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। বৃহস্পতিবার সকালে বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply