আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ এখন থেকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply