আনলিমিটেড নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি।
ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।
চুন্নু বলেন, ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তার জন্য ঐ আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।
মনোনয়ন পেলেন যারা
রংপুর-৩ ও ঢাকা-১৭ : গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, ঢাকা-১ : সালমা ইসলাম, ঢাকা-৩ : মনির সরকার, ঢাকা-৪ : সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ : কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১২ : খোরশেদ আলম, ঢাকা-১৫ : মো শামসুল হক, গাজীপুর-২ : জয়নাল আবেদিন , সিরাজগঞ্জ-৫ : মো ফজলুল হক, পাবনা-৪ : রেজাউল করিম, যশোর- ২ : ফিরোজ শাহ, যশোর-৬ : জি এম হাসান, খুলনা-৫ : মো শহীদ আলম, সাতক্ষীরা-৪ : মো মাহবুবর রহমান, ভোলা-১ : মো শাহজাহান মিয়া, ভোলা-৪ : মো. মিজানুর রহমান, বরিশাল-৩ : গোলাম কিবরিয়া, বরিশাল-৬ : নাসরিন জাহান রত্না, টাঙ্গাইল-৩ : মো. আবদুল হালিম, টাঙ্গাইল-৫ : মো. মোজাম্মেল হক, টাঙ্গাইল-৭ : জহিরুল ইসলাম, জামালপুর-২ : মোস্তফা আল মাহমুদ, জামালপুর- ৫ : জাকির হোসন খান, শেরপুর-৩ : মো. সিরাজুল হক, ময়মনসিংহ-১১ : মো. হাফিজ উদ্দিন, নেত্রকোনা- ৫ : ওহিদুজ্জামান আজাদ, কিশোরগঞ্জ-৩ : মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-২ : এস এম আবদুল মান্নান, ফেনী : ১ : শাহরিয়ার ইকবাল, নারায়ণগঞ্জ-৫ : সেলিম ওসমান, দিনাজপুর-১ : শাহিনুর ইসলাম, দিনাজপুর-৫ : নুরুল ইসলাম, রংপুর-২ : আনিসুল ইসলাম মণ্ডল, বগুড়া-১ : গোলাম মোস্তফা, নওগাঁ- ১ : আকবর আলী কালু, নওগাঁ-৫ : ইফতারুল ইসলাম বকুল, রাজশাহী-৫ : আবুল হোসেন, নাটোর-৪ : আলাউদ্দিন মৃধা।
জাতীয় পার্টির মনোনয়নের পুরো তালিকা দেয়া হলো-
উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র কিনেছেন।
Leave a Reply