আনলিমিটেড নিউজঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
রেজাউল করিম রেজা ছাত্র-রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দায়িত্বে আছেন। আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রেখে যোগ্যতার প্রশ্নে দৃঢ় ও মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে এ মনোনয়ন চাওয়া বলে জানান তিনি। তিনি বাউফলের কৃতিসন্তান।
রেজা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থারেখে জানান দল যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দিবে। আমি ঢাকা-৬ এর মাটিতে দীর্ঘদিন। এখানের অলি-গলি আমার পরিচিত, প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। দল আমাকে যোগ্য মনে করলে আমি দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় কাজ করবো।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের স্রোত বইছে তা এ অঞ্চলের মানুষের নিকট তুলে ধরে নৌকার বিজয় নিশ্চিত করবো আগামী নির্বাচনে ইনশাআল্লাহ।
Leave a Reply