• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শাহরুখের রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি

Un24admin
আপডেটঃ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। সেই ঘটনার সঙ্গে এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের প্রত্যক্ষ যোগ ছিল। সেই ঘটনার জেরে বেশ কিছু দিন সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। পরে মুক্তি পেয়ে ফিরে আসেন আরিয়ান।

দীর্ঘ দিন পর আবারও মাদককাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা শুরু। এবার শাহরুখপুত্র আরিয়ান খান বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আরিয়ান খানের পরিচালনায় সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তি পেয়েছে। আর এ ঘটনার সূত্র নতুন করে শুরু তাই নিয়ে নড়েচড়ে বসে বলিউড।

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং শাহরুখপুত্র আরিয়ান খানের দ্বন্দ্বটা আরও খানিকটা বিস্তৃত হলো। সমীর ওয়াংখেড়ের করা মামলার ভিত্তিতে আজ বুধবার (৮ অক্টোবর) শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করলেন দিল্লি হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর এ মামলার অন্তর্বর্তী শুনানি গ্রহণ করা হবে।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াংখেড়ে সমীরের অভিযোগ ছিল— তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে রেড চিলিজ প্রযোজিত, আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ। এ জন্য শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের বিরুদ্ধে দুই কোটি রুপির মানহানির মামলাও করেন তিনি।

যদিও এর আগে দিল্লি হাইকোর্টের তরফে সমীরকে পাল্টা প্রশ্ন করা হয় এ মামলা গ্রহণযোগ্যতা নিয়ে। এ প্রসঙ্গে সাংবাদিকরাও প্রশ্ন করেন সমীরকে। কিন্তু তিনি কারও সামনে কথা বলতে রাজি হননি। শুধু বলেছিলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ কোথাও সমীরের নাম উল্লেখ নেই। তবে এক এনসিবি কর্মকর্তার চরিত্র রয়েছে। কিছুটা ব্যঙ্গ করেই তাকে সিনেমায় দেখানো হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। তবে অনেকে বলছেন— এ চরিত্রের সঙ্গে সমীরের চেহারায় মিল রয়েছে। কিন্তু মুখের সঙ্গে মিল থাকলেই যে সব প্রমাণ করা যায়, এমন তো নয়।

শুধু তাই নয়, সমীরের আবেদনেও বলা হয়েছিল— ওই সিরিজে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পর মধ্যমা আঙুল দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ ভারতের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ‘৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ লঙ্ঘিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ