• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

দাবি না মানলে দেশের ক্রিকেট বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসন্ন বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্লাব সংগঠন ও কাউন্সিলররা। এই দাবি না মানলে দেশের ক্রিকেট বয়কট করার হুমকি দিয়েছেন ক্লাব মালিকরা।

শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্লাব সংগঠকরা।

নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সংবাদ সম্মেলনে তিনটি প্রস্তাব তুলে ধরেন ক্লাব সংগঠকরা। প্রস্তাব গুলো হল-

১. বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের মেয়াদ বাড়িয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

২. একটি অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা।

৩. বর্তমান তফসিল ও নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা।

সংগঠকরা জানান, এই তিন দফা দাবি আগামী রবিবার (৫ অক্টোবর) এর মধ্যে মানা না হলে দেশের কোনো ধরণের ক্রিকেটে ক্লাবগুলো অংশ নেবে না।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন ৭১ জন কাউন্সিলরের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ